adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাগিসো রাবাদার অল্পের জন্য ইতিহাস গড়া হলো না

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে সবাইকে ছাপিয়ে গেলেও অল্পের জন্য ইতিহাস গড়া হলো না দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর রেকর্ডেও ভাগ বসাতে পারেননি। মাত্র ২ উইকেটের জন্য আইপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড অক্ষতই থেকে গেল।

ব্রাভোর ২০১৩ সালের আসরে ৩২টি উইকেট পেয়েছিলেন। আর মাত্র ২ উইকেট পেলেই এ রেকর্ডের পাশে নিজের নাম লেখাতে পারতেন রাবাদা। আর ৩টি পেলে ব্রাভোর রেকর্ড মুছে দিয়ে এককভাবেই আইপিএলের ইতিহাসে নিজের নাম লেখাতে পারতেন।

তবে সেটি না পারলেও ব্রাভোর ঠিক নিচেই অবস্থান করছেন রাবাদা। আইপিএলের ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তার পরেই আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্কা (২৮ উইকেট)।

একনজরে আইপিএলের প্রতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারি :

২০০৮ – সোহেল তানভীর (১১ ইনিংসে ২২ উইকেট)
২০০৯ – আরপি সিং (১৬ ইনিংসে ২৩ উইকেট)
২০১০ – প্রজ্ঞান ওঝা (১৬ ইনিংসে ২১ উইকেট)
২০১১ – লাসিথ মালিঙ্গা (১৬ ইনিংসে ২৮ উইকেট)
২০১২ – মরনে মরকেল (১৬ ইনিংসে ২৫ উইকেট)
২০১৩ – ডোয়াইন ব্রাভো (১৮ ইনিংসে ৩২ উইকেট)
২০১৪ – মোহিত শর্মা (১৬ ইনিংসে ২৩ উইকেট)
২০১৫- ডোয়াইন ব্রাভো (১৬ ইনিংসে ২৬ উইকেট)
২০১৬ – ভুবনেশ্বর কুমার (১৭ ইনিংসে ২৩ উইকেট)
২০১৭ – ভুবনেশ্বর কুমার (১৪ ইনিংসে ২৬ উইকেট)
২০১৮ – অ্যান্ড্রু টাই (১৪ ইনিংসে ২৪ উইকেট)
২০১৯ – ইমরান তাহির (১৭ ইনিংসে ২৬ উইকেট)
২০২০ – কাগিসো রাবাদা (১৭ ইনিংসে ৩০ উইকেট)
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া