adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে করােনাভাইরাসে আক্রান্ত ৫ কোটি ছাড়ালাে, মৃত্যু সাড়ে ১২ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন পাঁচ কোটির বেশি মানুষ। মারা গেছেন সাড়ে ১২ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি তিন লাখ ২৭ হাজার ২৫৮ জন এবং মারা গেছেন ১২ লাখ ৫৫ হাজার ৪৯০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটি ২৯ লাখ ৮০ হাজার ৬৪৭ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৬২ হাজার ৯০০ জন এবং মারা গেছেন দুই লাখ ৩৭ হাজার ৫৬৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৮১ হাজার ৪৯১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ১১৫ জন, মারা গেছেন এক লাখ ৬২ হাজার ৩৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৪৭ হাজার ১৭২ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৫৩ হাজার ৬৫৭ জন, মারা গেছেন এক লাখ ২৬ হাজার ৬১১ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ১৭ হাজার ৩৭৩ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৫ হাজার ২৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন নয় লাখ ৬৭ হাজার ৮২৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট লাখ ২৪ হাজার ৩৫৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৬৬৫ জন, মারা গেছেন ৪ হাজার ৭৪১ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৩৬৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ২০ হাজার ২৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ছয় হাজার ৬৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া