adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রায়হান রাইনের অনুবাদ ও সম্পাদনায় ‘অতীশ দীপঙ্কর রচনাবলি’

ডেস্ক রিপাের্ট : বাংলাদেশের দার্শনিক ও বৌদ্ধ আচার্য অতীশ দীপঙ্কর। তার রচনা কেবল দর্শন নয়, সাহিত্য, ধর্ম ও ইতিহাসেরও গুরুত্বপূর্ণ উপাদান। তার জীবনের ঘটনাবলি এবং রচনাকর্ম জড়িয়ে আছে বাংলা, ভারত ও তিব্বতের ইতিহাসের সঙ্গে। সর্বোপরি, এ সব রচনায় অতীশ হাজির করেছেন এক অনন্য জীবনদৃষ্টি।

‘অতীশ দীপঙ্কর রচনাবলি’ শিরোনামে এ দার্শনিকের রচনা অনুবাদ ও সম্পাদনা করেছেন রায়হান রাইন। ৩৭৫ টাকা দামের বইটি পাঠকের সামনে হাজির করছে প্রথমা প্রকাশন। বর্তমানে চলছে প্রি-অর্ডার।

সংক্ষেপে এ রচনাবলি প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, “চর্যাপদ যেমন বৌদ্ধ সহজিয়া দর্শনের, অতীশের রচনা তেমনই মাধ্যমিক বৌদ্ধ দর্শনের আকরগ্রন্থ। ৩১টি রচনা। হাজার বছর আগের এসব লেখার প্রসঙ্গ ধরিয়ে দিতে প্রতিটি লেখার সঙ্গে প্রবেশক হিসেবে আছে একটি করে আলোচনা যাতে লেখাগুলোকে সহজগম্য লাগে। এ ছাড়া বড় একটা পরিভাষাপঞ্জিও থাকছে বইয়ের শেষে, যাতে অতীশকে বুঝতে পাঠক স্বাচ্ছন্দ্য বোধ করেন।”

৯৮২ সালে অতীশ দীপঙ্করের জন্ম বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে। তিনি বৌদ্ধ মাধ্যমিক ধারার দার্শনিক। নাগাজু‌র্ন-পরবর্তী মাধ্যমিক দর্শনের সারাংশ ধারণ করে আছে তার রচনাবলি। মহাযান বৌদ্ধমতের দার্শনিক বিতর্কগুলো আশ্রয় করে অতীশ গড়ে তুলেছেন এক স্বচ্ছ জীবনদৃষ্টি। চর্যাপদ, দোহাকোষসহ অন্যান্য বৌদ্ধ রচনার ওপর নতুন করে আলো ফেলতে সাহায্য করবে তার এই রচনাবলি।

রায়হান রাইনের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে বাংলার দর্শন (প্রাক-ঔপনিবেশিক পর্ব), বাংলার ধর্ম ও দর্শন, নিক্রোপলিসের রাত, কিতাব আল-তাওয়াসিন (অনুবাদ) এবং আগুন ও ছায়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া