adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন নির্বাচন – পিছিয়ে থেকেও এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সর্বশেষ পাওয়া খবরে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছু ইলেকটোরাল ভোটে পিছিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী বাইডেন পেয়েছেন ২২৪ ভোট এবং ট্রাম্প ২১৩ ভোট। বাকি রয়েছে ১০১টি ভোট।

তবে, নির্বাচনের ফলাফল এই আনুপাতিক হারে এগোবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকার বেশ কয়েকটি স্টেট রয়েছে যেখানকার ফলাফল সম্পূর্ণভাবেই বদলে দিতে পারে বর্তমান অবস্থা। এখন পর্যন্ত পিছিয়ে থাকা ট্রাম্পই পুনরায় হতে পারেন প্রেসিডেন্ট।

ভোটের চেহারা বদলে নেওয়ার মতো অঙ্গরাজ্যগুলোর মধ্যে নেভেদার ইলেকটোরাল ভোট ৬ এবং আরিজোয়ানার ১১। এই দুটি রাজ্যে বাইডেন এগিয়ে রয়েছেন। অপরদিকে ক্যারোলিনার ইলেকটোরাল ভোট ১৫টি, জর্জিয়ার ১৬টি, উইসকনসিনের ১০টি, পেনসেলভেনিয়ায় ২০টি, মিশিগানের ১৬টি। এই রাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

জয়ের জন্য বাইডেনের প্রয়োজন ৪৬ টি এবং ট্রাম্পের ৫৭টি ইলেকটোরাল ভোট।

সে হিসেবে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের সঙ্গে এগিয়ে থাকা পাঁচটি রাজ্যের মোট ৭৭টি ইলেকটোরাল ভোট যোগ হয়ে গেলেই কাঙ্ক্ষিত ২৭০ এর নাগাল পেয়ে যাবেন ট্রাম্প।

তবে, বাইডেনের এগিয়ে থাকা রাজ্য দুটিতে ভোট রয়েছে মাত্র ১৭টি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া