adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফের একটি সহ-সভাপতি পদে আজ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতির একটি পদ ছাড়া বাকি সব পদে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

শুধু বাফুফের দুই সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল সমান ৬৫ ভোট পাওয়ায় একই পদের ফল টাই হয়ে যায়। বাফুফের এই একটি পদের মীমাংসার জন্য আজ (৩১ অক্টোবর) শনিবার আবারও ভোটগ্রহণ হবে।

হোটেল সোনারগাঁওয়ের ওয়েসিস হলরুমে ১৩৯ জন ভোটার এই দু’জনের মধ্য থেকে একজনকে বাফুফের চতুর্থ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করবেন।

গত ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০টিতে হার-জিত হলেও চার সহ-সভাপতি পদের বিপরীতে তিনজন- বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এবং তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক নির্বাচিত হন। বাকি একটি পদের জন্য সমান ৬৫ করে ভোট পড়ায় আবারও ভোটের প্রয়োজন হয় মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়ালের মধ্যে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া