adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডােনাল্ড ট্রাম্প ও বাইডেনের নির্বাচনী ব্যয় কত?

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এক বিশাল ব্যয়ের কর্মযজ্ঞ। ব্যয় নিয়ে চলছে নানা জরিপ। বিভিন্ন জরিপের তথ্য আসছে গণমাধ্যমে।

পরিসংখ্যান বলছে, এরই মধ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন নির্বাচনী প্রচারে যে পরিমান খরচ করেছেন তা আগের যে কোন সময়ের চেয়ে বেশি। নির্বানের প্রচারণায় কতটা ব্যয় করা যাবে, এর কোন সীমা নির্ধারিত নেই যুক্তরাষ্ট্রে। তবে পাশের দেশ কানাডায় এই ব্যয় আইন দ্বারা নির্ধারিত।

মহামারি করোনার কারণে, এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী ব্যয়ের বড় অংশ যাচ্ছে ভার্চুয়াল প্রচারণায়। এছাড়া অন্য মাধ্যমের প্রচারণা, কর্মীদের বেতন, সফর-র‌্যালি-সমাবেশের খরচ দিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন দুই প্রার্থী।

গেল সেপ্টেম্বরে, ডেমোক্রেট প্রার্থী বাইডেনের তহবিলে নির্বাচনী ব্যয়ের জন্য ৩শ’ ৮৩ মিলিয়ন ডলার এসেছে। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২শ’ ৪৭.৮ মিলিয়ন ডলার। নির্বাচনী তহবিলের ওপর গভীরভাবে পর্যবেক্ষণরত ফেডারেল সংস্থার এক তথ্যে এসব উঠে আসে। বিভিন্ন বিশ্লেষকের মতে, এর বাইরেও দু’দলেরই তহবিল রয়েছে।

নির্বাচনী ব্যয়ের এই অর্থ আসছে প্রার্থীদের ব্যক্তিগত তহবিল, দলীয় কোষাগার ও সাধারণ সমর্থকদের কাছ থেকে। দুজনের সংগ্রহ করা অর্থের পরিমাণ তাদের মোট ব্যক্তিগত তহবিল থেকে ২২ শতাংশের বেশি।

বিশ্লেষকরা বলছেন, খরচ বেশি করলেই ভোটার টানা যাবে, বিষয়টা অতটা সরল নয়। কেননা, ভোটার ব্যালটে সিল দেন তাঁদের ব্যক্তিগত পছন্দেও ভিত্তিতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া