adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

বিনােদন ডেস্ক : একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম কাইয়ুম।

ওসি গণমাধ্যমকে বলেন, ‘তার (টোকন ঠাকুর) বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছিল আদালত। তার বিরুদ্ধে জারি করা পরোয়ানা কোর্ট থেকে আমাদের কাছে পৌঁছলে আমরা পরোয়ানা তামিল করেছি। এর বাইরে মামলার বিষয়ে কোনো তথ্য আমাদের জানা নেই।’

জানা গেছে, কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পান টোকন ঠাকুর। অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি।

ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনো উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করে তথ্য মন্ত্রণালয়। সেই মামলায় তিনি গ্রেপ্তার হলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া