adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নভেল করোনাভাইরাসে স্পেনে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইউরোপীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে নভেল করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় ১০ লাখের ঘর পার করল স্পেন।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৭৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হন। এই সময়ে মারা গেছেন ১৫৬ জন।

৩১ জানুয়ারি প্রথম রোগী শনাক্তের পর স্পেনে এখন পর্যন্ত মোট ১০ লাখ ৫ হাজার ২৯৫ জন রোগী পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া এবং আর্জেন্টিনার পর ষষ্ঠ দেশ স্পেনে এত সংখ্যক মানুষ পজিটিভ শনাক্ত হলেন।

আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা পৃথিবীতে ৪ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৬২৪ জন শনাক্ত হয়েছেন।

রোগটি থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯ লাখ ৯ হাজার ৬৪৩ জন। মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ২৬০ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮৫ লাখ ৮৪ হাজার ৮১৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৭ হাজার ৪০৯ জন। সুস্থ ৫৬ লাখ ২ হাজার ১১৬ জন।

ভারতে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জনের প্রাণ গেছে নতুন এই রোগে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭৭ লাখ ৫ হাজার ১৫৮ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৭১ হাজার ৮৯৫ জন। – বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া