adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এবার রংহীন বিবর্ণ পূজা নায়িকাদের

বিনােদন ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্যানিটাইজার, মুখে মাস্ক এবং ছয় ফুটের সামাজিক দূরত্ব, রাতে প্যান্ডেলে প্রতিমা দেখার ওপর নিষেধাজ্ঞা, বুকে করোনা সংক্রমণের ভয় নিয়ে এবারের পূজা উদযাপন করতে হচ্ছে। মহামারি প্রকোপ ঠেকাতে এবার দুর্গাপূজা উদযাপিত হচ্ছে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

প্রতিবেশী দেশ ভারতের মতো প্রতি বছরের দুর্গাপূজায় বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বী তারকাদেরও থাকে নানা পরিকল্পনা, নানা আয়োজন। কিন্তু এবার অধিকাংশ তারকার দুর্গাপূজা কাটবে ঘরবন্দি অবস্থায়। কারোই তেমন কোনো পরিকল্পনা নেই। তেমনই তিনজন নায়িকার পূজা পরিকল্পনা নিয়ে ঢাকাটাইমসের আজকের আয়োজন।

মা ছাড়া প্রথম পূজা অপু বিশ্বাসের

প্রতি বছর দুর্গাপূজা আসলে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার মা শেফালী বেগমকে নিয়ে ভিন্ন রকমের আয়োজন করতেন। কিন্তু কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রীর মা। তাই মা বিহীন প্রথম পূজা কাটাবেন তিনি। অপু বলেন, ‘কিছুদিন আগে মাকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়ি। মনের আনন্দ সব মাটি হয়ে গেছে। কাজেই এবারের পূজায় তেমন কোনো পরিকল্পনা বা আয়োজন নেই।

তেমন কোনো আয়োজন নেই মৌটুসী বিশ্বাসের

এবারের দুর্গাপূজাকে ঘিরে তেমন কোনো আয়োজন নেই জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসেরও। তিনি জানান, ‘বড় পরিবারে বসবাস করি, তাই নিজের জন্য না হোক অত্যন্ত পরিবার নিয়ে ভাবতে হয়। সবার কথা ভেবে এবার আর পূজা নিয়ে পরিকল্পনা নেই। টিভি দেখেই উৎসবটা কাটিয়ে দেব। বেঁচে থাকলে আগামী বছর মজা করে পূজার উৎসব পালন করব।’

পূজার আনন্দ মিস করবেন বিদ্যা সিনহা মীম

প্রতি বছর ঢাকার বাইরে পূজা পালন করলেও এবারের পূজায় ঢাকাতে ঘরবন্দি সময় কাটবে চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীমের। নায়িকা বলেন, ‘এ বছরের সকল আনন্দ মাটি করে দিয়েছে অচেনা করোনাভাইরাস। কেউ ভালো নেই। প্রতি বছর বর্ণিল আয়োজনে পূজা পালন করা হয়। তবে এবার ঘরবন্দি থেকে কাটছে দুর্গাপূজা। তাই উৎসবটির আনন্দ খুব মিস করব।’

মীম আরও জানান, ‘হয়তো আশপাশের মন্দিরে বের হবো, তবে আগের মতো স্বাধীনতা থাকবে না। সাবধানতা অবলম্বন করেই বের হতে হবে। পূজার সেলফি, আনন্দ উল্লাস থেকে বঞ্চিত হতে হবে ভেবে খুব খারাপ লাগছে। বেঁচে থাকলে আগামীতে আনন্দ করা যাবে। এখন সবাই ভালো থাকার চেষ্টা করছেন। করোনাকালে ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া