adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির দাপটে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : মাঠ জুড়েই লিওনেল মেসির বিচরণ। নিজে গোল করেছেন একটি আর করিয়েছেন চারটি। যে কারণে জালের দেখা পেলেন আক্রমণভাগের অন্য তারকারাও। নজরকাড়া পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দুর্দান্ত হলো বার্সেলোনার। ফেরেন্সভারোসের বিপক্ষে পুরোটা সময় দাপট ধরে রেখে প্রত্যাশিত জয় তুলে নিল কোচ রোনাল্ড কুমানের দল।

ক্যাম্প ন্যুয়ে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ৫-১ গোলে জিতেছে শেষের অনেকটা সময় এক জন কম নিয়ে খেলা বার্সেলোনা। একটি করে গোল করেন মেসি, আনসু ফাতি, ফিলিপে কৌতিনিয়ো, পেদ্রি ও উসমান দেম্বেলে।

গত আসরের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার তিক্ত স্মৃতি তো ছিলই, সঙ্গে চলতি মৌসুমে লা লিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা-দারুণ পারফরম্যান্সে সেসবে প্রলেপ দিল মেসি ও তার সতীর্থরা। তাতে ২৫ বছর পর ইউরোপ সেরার মঞ্চে ফেরা ফেরেন্সভারোসের শুরুটা হলো ভীষণ বাজে।

এদিন পিকের লাল কার্ড এই ম্যাচের ফলে তেমন কোনো প্রভাব না ফেললেও বার্সেলোনার জন্য তা যথেষ্ট দুর্ভাবনার কারণ হতে পারে। আগামী ২৮ অক্টোবর গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে পাবে না পাঁচবারের চ্যাম্পিয়নরা। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে আলভারো মোরাতার জোড়া গোলে দিনামো কিয়েভের মাঠে ২-০ ব্যবধানে জেতে জুভেন্টাস। – ইয়াহু স্পোর্টস/ ডোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া