adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানচেস্টার ইউনাইটেডকে জবাব দিতে প্রস্তুত পিএসজি

স্পোর্টস ডেস্ক : পিএসজির এখনো মনে আছে সেই হারের কথা। তাদেও দেড় বছর আগের ক্ষত এখনও শুকায়নি। তাই চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে সতর্ক লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। দলটির কোচ টমাস টুখেলও ছক কষছেন ইউনাইটেডের প্রতি-আক্রমণের পাল্টা জবাব দেওয়ার।
২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে প্রথম লেগে জিতেছিল পিএসজি। কিন্তু নিজেদের মাঠে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হেরে শেষ ষোলোর মঞ্চ থেকে বিদায় ঘণ্টা বেজেছিল তাদের।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় গত মৌসুমটা ভালো কেটেছে পিএসজির। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ছোট হয়ে আসা টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল তারা। অবশ্য বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে হয়েছিল স্বপ্নভঙ্গ।

নতুন মৌসুমে সবকিছু নতুন করে শুরু করতে চাইছেন টুখেল। সেই চাওয়া পূরণের মিশন মঙ্গলবার ‘এইচ’ গ্রুপে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে তার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির আক্রমণভাগে থাকতে পারেন পিএসজিরই সাবেক তারকা ফরোয়ার্ড এদিনসন কাভানি। তবে টুখেল জানালেন, পিএসজিও এখন ভিন্ন একটি দল।
গত মৌসুম শেষ এবং আমরা এখন ভিন্ন একটা দল।

শক্ত-পোক্ত একটা দলের মধ্যে ভালো আবহ তৈরি করাই আমার চ্যালেঞ্জ। এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে ইউনাইটেড গোল দিয়েছে ৯টি। হজম করেছে ১২টি। পরিসংখ্যান দেখে মনে হচ্ছে কিলিয়ান এমবাপে, নেইমার, আনহেল দি মারিয়ায় সাজানো ধারালো আক্রমণভাগের সামর্থ্য আছে ইউনাইটেডকে গুঁড়িয়ে দেওয়ার। তবে ইংলিশ প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকার কথা সংবাদ সম্মেলনে জানালেন পিএসজির জার্মান কোচ টুখেল। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া