adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাইলেই ভারতে দাঙ্গা লাগিয়ে দিতে পারি – এডিটর গ্লোবাল টাইমস

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সাথে শত্রুতা বাড়ায় ভারতের সাথে তাইওয়ানের সম্পর্ক দৃঢ় হচ্ছে। তাইওয়ানের নেতাদের মুখে ভারত বন্দনা প্রকাশ পাচ্ছে। তবে এ সম্পর্ক কিছুতেই ভালোভাবে নিচ্ছে না চীন। বরং ভারতকে হুমকি দিয়ে টুইট করছেন চীনের গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিজিন।

তাইওয়ান ভারতের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করতে পারে, এমন খবর সামনে আসার পর চীন আক্রোশ প্রকাশ করতে শুরু করেছে। গ্লোবাল টাইমসের এডিটর হু শিজিন বলেছেন চীন ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উস্কে দিতে সক্ষম। ভারতে দাঙ্গা উস্কে দেওয়ার তথা দেশে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে হু শিনজিং।

চীনের গ্লোবাল টাইমসকে মূলত বর্তমান চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে গণ্য করা হয়। গ্লোবাল টাইমসের এডিটর চীনের সরকার হুকুম মতো কাজ করে বলে ধারণা আছে আন্তর্জাতিক মহলে।

হু শিজিন বলেছেন, ‘চীন উত্তরপূর্ব ভারত ও সিকিম এলকায় তারা দাঙ্গা ছড়িয়ে দিতে পারবে। তাই ভারতের রাষ্ট্রবাদী শক্তির এ বিষয়ে সাবধান থাকা উচিত।’ উল্লেখ্য, এর আগেও হু শিজিন ভারতের অর্থনীতি বর্বাদ করার হুমকি দিয়েছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া