adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক জন রিড আর নেই

স্পোর্টস ডেস্ক : বুধবার অকল্যান্ডে ৯২ বছর বয়সে মৃত্যু হয় তার। দীর্ঘদিন কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি। নিউজিল্যান্ডের সবচেয়ে বয়সী ও সব মিলে পঞ্চম বয়সী টেস্ট ক্রিকেটার হিসেবে জীবিত ছিলেন রিড।

তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। ১৯৪৯ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। নিউজিল্যান্ডের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন ৩৪ টেস্টে। ২৪৬ ফার্স্ট ক্লাস ম্যাচে ৪১.৩৫ গড়ে ১৬১২৮ রান করেন তিনি। নামের পাশে রয়েছে ৩৯টি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। ৪৬৬টি উইকেটও শিকার করেন তিনি।

তার ৬টি টেস্ট সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৪২। ১৯৬১ সালে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন সেই ইনিংস। ১৯৬৫ সালে তিনি ক্রিকেট থেকে অবসরে যান। এরপর নিউজিল্যান্ডের নির্বাচক, ম্যানেজার এবং আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া