adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হলাে ‘চিৎকার’ ছবির শুটিং

বিনোদন প্রতিবেদক : ১৩ অক্টোবর উত্তরার মনোরম লোকেশনে মহরতের মাধ্যমে শুটিং শুরু হলো ‘চিৎকার’ ছবির। আহাদুর রহমানের গল্পে এবং ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় ছবিটি ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মাণ হচ্ছে।

সাইকো থ্রিলার ধাঁচের ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও আঁচল। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ, সিনেমাটোগ্রাফি করছেন রুমন পাইকার এবং লাইন প্রযোজক হিসেবে রয়েছেন ইমদাদুল ইসলাম যিকরান।

ছবিটি প্রসঙ্গে পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ‘ইচ্ছা ছিল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মহরত করব কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। প্রতি এক ঘণ্টা পর পর পুরো সেটে এবং ইউনিটের প্রত্যেক সদস্যকে স্যানিটাইজ করা হচ্ছে। ‘চিৎকার’ ছবিতে আজাদ এবং আঁচলের চরিত্রটি খুবই ডিফিকাল্ট। প্রায় এক মাস রিহার্সেল করিয়ে চরিত্রের সাথে তাদেরকে মিলিয়েছি। এই ছবির মাধ্যমে আশা করছি দর্শকরা বাংলাদেশি সিনেমা হিসেবে নতুন কিছু পাবে।’

নায়ক আদর আজাদ বলেন, ‘আহাদ ভাই চমৎকার একটি গল্প লিখেছেন। আমার চরিত্রটি খুবই ড্যাঞ্জারাস। পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল ভাইয়ের সাথে আগেও কাজ করেছি। তিনি অসাধারণ মেকার। তার নির্দেশনায় আশা করছি আমি নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। আর সেটা পারলে দর্শকদের জন্য বিশেষ কিছু হবে বলে আমার বিশ্বাস।’

ছবিটি নিয়ে নায়িকা আঁচল বলেন, ‘এই ছবিতে আমার জীবনের চ্যালেঞ্জিং একটি চরিত্র। এ ধরনের গল্পে কখনোই কাজ করিনি। এক কথায় বলতে পারি এখন পর্যন্ত আমার জীবনের সেরা কাজ হতে যাচ্ছে ‘চিৎকার’। আর ইয়াসির আরাফাত জুয়েল ভাই তো অসাধারণ একজন পরিচালক। আমার বিশ্বাস বাংলাদেশের দর্শকরা নিরাশ হবে না।’

উল্লেখ্য, ‘চিৎকার’ ছবিটিতে আদর আজাদ ও আঁচল ছাড়াও শাহেদ আলী, সুম্মিতা সিনহাসহ অনেকে অভিনয় করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া