adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও বলিভিয়াকে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার খেলার শুরুটা মোটেও আকর্ষনীয় ছিলো না। খেলার ধরন দেখে মনে হয়েছে বলিভিয়ার বিরুদ্ধে তারা ওয়ার্মআপ করতে নেমেছে। প্রথম ৩০ মিনিটে রাজত্ব করে বলিভিয়া, এগিয়েও যায় তারা। প্রথম গোল খেয়ে হুশ হয় আর্জেন্টিনার। শক্তি বাঁচিয়ে রেখে খেলা লিওনেল স্কালোনির দল ঠিক সময়ে মুঠোয় নেয় লাগাম।
পিছিয়ে পড়েও তুলে নেয় দারুণ এক জয়।

সমুদ্রপৃষ্ট থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত এরনান্দো সাইলসে মঙ্গলবার ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় জিতল তারা। শুরুতে বলিভিয়াকে এগিয়ে নেন মার্সেলো মোরেনো মার্তিন্স। প্রথমার্ধে লাউতারো মার্তিনেস সমতা ফেরানোর পর জয়সূচক গোলটি করেন হোয়াকিন কোররেয়া।

দেশের মাটিতে একুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা করা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পেল টানা দ্বিতীয় জয়। ব্রাজিলের বিপক্ষে হার দিয়ে অভিযান শুরু করা বলিভিয়া অনেক প্রস্তুতি নিয়েও হারল নিজেদের দুর্গে। লা পাস যেন আর্জেন্টিনার দুঃস্বপ্নের ভেন্যু। এই মাঠে হার এড়াতে পারলেই ‘খুশি’ থাকার আভাস দিয়েছিল দলটি। মনের বাঘ এবার কাবু করতে পারেনি তাদের। দারুণ কৌশলী ফুটবলে পার হয়েছে অনেক বড় বাধা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া