adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতলেন পোল্যান্ডের শিয়াওতেক

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের রোল্যাঁ গ্যারোঁতে শুরুর ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখলেন ইগা শিয়াওতেক। ১৯ বছর বয়সী এই টিনএজার গোটা আসরে হারলেন না একটি সেটও। প্রতিযোগিতায় তার আগের ছয় প্রতিপক্ষের মতো শিরোপা নির্ধারণী লড়াইয়েও পাত্তা দিলেন না সোফিয়া কেনিনকে। একপেশে ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি গড়লেন ইতিহাস। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের এই তারকা।

শনিবার (১০ অক্টোবর) নারী এককে ফাইনালে চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সোফিয়া কেনিনকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে ফরাসি ওপেন জিতেছেন শিয়াওতেক।

বিশ্ব বাছাইয়ে ৫৪তম স্থানে থেকে ফাইনাল খেলতে নামেন তিনি। এর আগে শিয়াওতেক কোনো গ্র্যান্ড স্ল্যামের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন ২০১৯ উইম্বলডনে। সেবার তিনি হয়েছিলন প্রথম রানারআপ। ফরাসি ওপেনের গত ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অবাছাই খেলোয়াড় হিসেবে এই শিরোপায় চুমু খেলেন তিনি।

অন্যদিকে কেনিন কোর্টে নামেন চতুর্থ বাছাই হিসেবে। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও এবার মার্কিন তরুণীকে রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া