adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৫ বছর পর রাজস্থানকে হারাল মুম্বাই

স্পাের্টস ডেস্ক : আইপিএলের সবচেয়ে সফল দল। অথচ অবাক করা ব্যাপার হলো বেশ ক’বছর ধরে রাজস্থান রয়্যালকে কোনো ভাবেই হারাতে পারছিল মুম্বাই ইন্ডিয়ান। অবশেষে না পারার দুঃখ ঘুচল বর্তমান চ্যাম্পিয়নদের। ৫ বছর পর রাজস্থানকে হারানোর মধ্য দিয়ে টানা তিন জয়ে রোহিত শর্মার দল ফের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এলো।

আইপিএলে মঙ্গলবার আবুধাবিতে রাজস্থানকে ৫৭ রানে হারিয়েছে মুম্বাই। টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৩ রানের পুঁজি পড়েছিল রোহিত শর্মার দল। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ১৩৬ রানে গুটিয়ে গেছে রাজস্থানের ইনিংস।

প্রথমে সূর্যকুমার যাদব, পরে জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসনদের বোলিং জয় এনে দেয় মুম্বাইকে।

সূর্যকুমার ৪৭ বলে ১১ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন। এ ছাড়া রোহিত শর্মা ৩৫, হার্দিক পান্ডিয়া অপরাজিত ৩০ রান করেন। রাজস্থানের পক্ষে শ্রেয়াস গোপাল ২ উইকেট নেন।

১৯৪ রান তাড়া করতে নেমে মুম্বাই বোলারদের তোপে পড়ে রাজস্থান ব্যাটাররা। বুমরাহ ৪ ওভার বল করে ২০ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। বোল্ট ও প্যাটিনসন নিয়েছেন ২টি করে উইকেট।

শুরু থেকেই এক প্রান্তে উইকেট হারানো রাজস্থানের পক্ষে অবশ্য জস বাটলার ঝোড়ো ইনিংস খেলেছেন। এই ওপেনার ৪৪ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭০ রান করেন। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান এসেছে আর্চারের ব্যাট থেকে। ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার যাদব।

৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই। এক ম্যাচে কম খেলে সমান পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস আছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ নিজেদের ম্যাচে দিল্লি জয় পেলে ফের শীর্ষে উঠে যাবে দলটি। ৫ ম্যাচে ৩টিতেই হারা রাজস্থান ৪ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া