adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৫ বছর পর সেলতা ভিগোর মাঠে জয়ের স্বাদ পেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : সেলতা ভিগোর মাঠে শেষ কবে জিতেছিল বার্সেলোনা? কঠিন পরীক্ষায় জিতে ভুলতে বসা সেই স্বাদ আবারও পেল তারা। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় এক জন কম নিয়েও নজড়কাড়া পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিল কোচ রোনাল্ড কুমানের বার্সেলোনা।

লা লিগায় বৃহস্পতিবার রাতের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। আনসু ফাতির গোলে শুরুতেই এগিয়ে যাওয়া বার্সেলোনার দ্বিতীয় গোলটি আসে প্রতিপক্ষের ভুলে। আর শেষ সময়ে স্কোরবোর্ডে নাম লেখান সের্হি রবের্তো।

সেলতার মাঠে তাদের গত কয়েক মৌসুমের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। লিগে এখানে আগের পাঁচ সফরে তিনটিতেই হেরেছিল কাতালান ক্লাবটি, বাকি দুটি ড্র। সবশেষ এখানে জিতেছিল ২০১৪-১৫ মৌসুমে। অসাধারণ পারফরম্যান্সে গেরো কাটাল দলটি।
প্রচ- বৃষ্টিতে ফুটবলের স্বাভাবিক গতি কমে গেল, হলো ছন্দপতন। পাস বাড়াতে কিংবা বল পায়ে রাখতেই লড়াই করতে হচ্ছিল দু’দলের

খেলোয়াড়দের। এরই মাঝে একাদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা।এর পর আর থেমে থাকেনি বার্সা। আরো দুটি গোল করে ৩-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া