adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সম্মানে আজ বসছে না সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের সম্মানে আজ সোমবার সুপ্রিম কোর্ট বসছেন না। আজ সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই সিদ্ধান্ত জানান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে নয়টার পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এবং আপিল জৈষ্ঠ্য বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ বসেন। এজলাসে বসার পরপরই প্রধান বিচারপতি বলেন, আমরা শোকাহত। অ্যাটর্নি জেনারেলের সম্মানে আজ আমরা বসছি না (বিচারকাজ পরিচালনা করছি না)। হাইকোর্ট বিভাগও বসবে না। এ বিষয়ে একটি নোটিশ দেওয়া হবে।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজার আয়োজন চলছে। স্বাস্থ্য বিধি মেনে এ আয়োজন চলছে। বেলা ১১টার পর এই জানাজা অনুষ্ঠিত হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ এখন তার মিন্টো রোডের বাসভবনের সামনে রাখা হয়েছে।

উল্লেখ্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন।

দেশের আইনের এই পণ্ডিতের মৃত্যুতে আইনাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া