adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় পৃথিবী জুড়ে মৃত্যুর সংখ্যা ১০ লাখের কাছে চলে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে পৃথিবী জুড়ে মৃত্যুর সংখ্যা ১০ লাখের কাছে চলে এসেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ৯ লাখ ৯৮ হাজার ৭১৬ জন মারা গেছেন।

সেই ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ২০৯ জনে। সুস্থ ২ কোটি ৪৪ লাখ ৫ হাজার ৯২৪ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৯ হাজার ১৭৭ জন। সুস্থ ৪৫ লাখ ২৪ হাজার ১০৮ জন।

ভারতে ৯৪ হাজার ৫৩৪ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৩৮ হাজার ৬৬৮ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪৪১ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৪৭ লাখ ১৮ হাজার ১১৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫০ হাজার ৮৩৭ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজার ২২৫ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া