adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিয়মের অভিযোগে পাবনা-৪ আসনে উপনির্বাচন বাতিল চান বিএনপি প্রার্থী

ডেস্ক রিপাের্ট : অনিয়মের অভিযোগ তুলে পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলার সাহাপুর এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল সুষ্ঠু ভোট হবে এবং কাউকে হয়রানি করা হবে না। কিন্তু তারা সেই কথা রাখেনি। কোনো কেন্দ্রে আমরা এজেন্ট দিতে পারিনি। আমাদের কর্মী-সমর্থক-ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তাদের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নির্বাচন বর্জন করিনি। নির্বাচন বর্জন করার প্রশ্নই আসে না। এটা কোনো নির্বাচনই হচ্ছে না। আমি চাই, নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে আবারও ভোট গ্রহণ করবে।’

সাহাপুর এলাকার শহীদ আবুল কাসেম বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৪৮৮ জন। দুপুর ১২টা পর্যন্ত ৩২টি ভোট পড়েছে।’

কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনোজিৎ কর্মকার বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৪৫৭ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩০টি।’

বিভিন্ন কেন্দ্র ঘুরে বিএনপি’র কোনো এজেন্ট দেখা যায়নি। ভোটারের উপস্থিতিও ছিল সামান্য।

এর আগে পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের আস্থা অর্জনে তাদের ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধকরণে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে।

গত ২ এপ্রিল পাবনা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া