adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোভিডের কারণে বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে ক্ষতি ১৪০০ কোটি ডলার

স্পাের্টস ডেস্ক : মহামারীর প্রভাব মোকাবেলায় বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফা যে কমিটি গঠন করেছিলো তার প্রধান অল্লি রেনের উদ্বৃতি দিয়ে বুধবার এই তথ্য দিয়েছে রয়টার্স।

রেন জানান, আর্থিক পরামর্শদাতাদের সঙ্গে মিলে ফিফা হিসাব করে দেখেছে, বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে আয়ের পরিমাণ বছরে চার হাজার থেকে সাড়ে চার হাজার কোটি ডলার।

সেখানে এক হাজার ৪০০ কোটি ডলার ক্ষতির হিসাব করা হয়েছে বর্তমান চিত্রের ওপর ভিত্তি করে, যেখানে বছরের প্রথম দিকে তিন মাস বন্ধ থাকার পর অনেক নিয়মের ঘেরাটোপে ধীরে ধীরে মাঠে ফিরেছে ফুটবল। অন্যথায় ক্ষতির পরিমাণ আরও বড় হতে পারতো বলে ধারণা ছিল। অবশ্য মহামারী পরিস্থিতি কেটে না গেলে চিত্রটা ভিন্ন হবে বলেও আশঙ্কা রয়ে গেছে।

করোনাভাইরাস মাহামারী ফুটবলে প্রচ- আঘাত হেনেছে। বিভিন্ন পর্যায়ের ফুটবলে এটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। কিছু পেশাদার ক্লাব গুরুতর সমস্যার মুখে পড়েছে। বিভিন্ন ক্লাবের যুব একাডেমি ও নিচের সারির ক্লাবগুলোর ব্যাপারেও আমি উদ্বিগ্ন।
সাবেক ইইউ কমিশনার এবং ব্যাংক অব ফিনল্যান্ডের বর্তমান গভর্নর রেন রয়টার্স টেলিভিশনকে বলেন, সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল। উদ্বেগ রয়েছে আফ্রিকা ও এশিয়াকে নিয়েও।

এশিয়া ও আফ্রিকাতে ফুটবলের উন্নয়নে যে কাজ করা হয়েছে, তা নষ্ট হতে পারে। ধাক্কাটা আমরা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি এবং যে উন্নয়ন হয়েছে তা বজায় রাখতে চাই। আঘাত কিছুটা পুষিয়ে নিতে আগেই ১৫০ কোটি ডলারের আর্থিক বরাদ্দের ঘোষণা দিয়েছে ফিফা।- রয়টার্স/ বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া