adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পর্তুগালের হয়ে রোনালদোর গোলের শতক

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

মঙ্গলবার উয়েফা নেশনস লিগে সুইডেনের বিপক্ষে গোল করে এই মাইলফলক পূরণ করেন পর্তুগাল অধিনায়ক। রোনালদোর সামনে এখন ইরানের আলি দাইয়ি (১০৯)। যিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে করেছিলেন আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি।

পায়ের আঙুলের সংক্রমণের কারণে নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি রোনালদোর। ক্রোয়েশিয়ার বিপক্ষে সিআর সেভেন ছিলেন দর্শক হয়ে। শততম গোলের জন্য তাতে অপেক্ষাটা বেড়েছিল তার।

তবে সুইডেনের বিপক্ষে মাঠে নেমেই কীর্তিটা গড়ে ফেললেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। সব মিলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেও ইউরোপিয়ানদের মধ্যে প্রথম রোনালদো।

ম্যাচের ৪৫ মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোলটি করেন রোনালদো। দেশের হয়ে সরাসরি ফ্রি কিকে রোনালদোর এটি ১০ম গোল, সব মিলে ৫৭তম।

আন্তর্জাতিক গোলের সেঞ্চুরির জন্য ৩৫ বছর বয়সী রোনালদোর অপেক্ষাটা অবশ্য বেশ দীর্ঘ ছিল। ৯৯তম গোলের পর দীর্ঘ ১০ মাস অপেক্ষায় ছিলেন। মাঝে অবশ্য করোনার কারণে খেলা বন্ধ ছিল অনেকদিন।

রোনালদো ৯৯তম গোলটি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে লাক্সেমবার্গের বিপক্ষে। ঠিক তার আগের ম্যাচে লিথুয়ানিয়ার বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক।

পর্তুগালের হয়ে রোনালদো প্রথম গোলটি পেয়েছিলেন ২০০৪ ইউরো কাপে ১৯ বছর বয়সে।

দেশকে এখন পর্যন্ত অনেক অর্জন এনে দিয়েছেন রোনালদো। ২০১৬ সালে জিতিয়েছেন ইউরো শিরোপা। গত বছর এনে দেন নেশনস লিগের শিরোপা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া