adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারও তাবিথ আউয়াল বাফুফের সহ-সভাপতি পদে লড়বেন

নিজস্ব প্রতিবেদক : গত নির্বাচনের মত এবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল। মঙ্গলবার দুপুরে ফেডারেশন কার্যালয়ে গিয়ে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

তাবিথ আউয়াল ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি। টানা দ্বিতীয়বার এই পদে নির্বাচিত হন তিনি। আগেরবারের মতো এবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাবিথ।

করোনা-সংকটের মধ্যেই ৩ অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ভেন্যু সোনারগাঁ হোটেল।

এর আগে ২০ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে ভোট স্থগিত করা হয়। বর্তমান কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত ফিফার অনুমতি নিয়ে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন তারা।

সামনের চার বছরের জন্য ১৩৯ জন কাউন্সিলর তাদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করবেন। তিন দিনব্যাপী মনোনয়নপত্র বিলি শেষ হয়েছে। নির্বাহী কমিটির ২১ পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ৪৯ প্রার্থী।

এর মধ্যে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের সঙ্গে আছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীর বিপক্ষে লড়বেন আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম।

সহ-সভাপতির চার পদে মনোনয়নপত্র তুলেছেন আটজন। কাজী নাবিল আহমেদ ছাড়াও আছেন ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান ভূঁইয়া, মহিউদ্দিন আহমেদ মহি, তাবিথ আউয়াল, শেখ মুহাম্মদ মারুফ হাসান ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

১৫ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৬ জন। এরা হলেন- হারুনুর রশীদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিৎ দাস রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন আহমেদ সেলিম, জাকির হোসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু, নুরুল ইসলাম নুরু, আমের খান, শাখাওয়াত হোসেন ভূঁইয়া, টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ পিন্টু, সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মঞ্জুরুল আহসান, ইমতিয়াজ সুলতান জনি, কাজী মো. রফিক, এএনএম আমিনুল হক, আরিফ হোসেন মুন, সাইফুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, জাকির হোসেন বাবুল, রায়হান কবির, সাইফুর রহমান মনি, শাকিল মাহমুদ চৌধুরী ও সাইদুর রহমান মানিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া