adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দর্শকদের মাঠে খেলা দেখার অনুমতি দিচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : করোনা বিরতি কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। মাঠে ক্রিকেট ফিরলেও এখনও সেভাবে মাঠে ফেরেননি দর্শকেরা। কিছুদিন আগে কাউন্টির ম্যাচে স্টেডিয়ামে করোনা বিরতির পর প্রথম দর্শক ঢোকার সুযোগ পেয়েছিল। ইংল্যান্ডের দেখাদেখি এবার মাঠে দর্শকদের প্রবেশাধীকার দিতে যাচ্ছে আফগানিস্তান।

নিজেদের ঘরোয়া লিগ শাপেজা ক্রিকেট লিগের ম্যাচগুলো দর্শকদের দেখার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড।

বিবৃতিতে বলা হয়, ‘জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে দর্শকদের কাবুল ক্রিকেট স্টেডিয়ামে এই বছরের শাপেজা ক্রিকেট লিগের ম্যাচগুলি দর্শকদের দেখার অনুমতি দেওয়া হবে। যদিও দর্শকদের প্রবেশাধীকার সীমিত করে দেয়া হবে। জানা গেছে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সাংঘর্ষিক সূচি হবার কারণে পরিবর্তন এসেছে চলতি বছরের শাপেজা লিগের সূচিতে। আগে সেপ্টেম্বরের ১৬ তারিখে শুরু হবার কথা থাকলেও পরিবর্তিত সূচী অনুযায়ী এবারের আসর শুরু হবে ৬ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির ৭ম আসরের। – ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া