adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে নিজেরাই লাশ হলেন

ডেস্ক রিপাের্ট : ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আত্মীয়ের জানাজায় অংশ নিতে শেরপুরের নালিতাবাড়ী যাওয়ার পথে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন।

নিহতরা হলেন- শামসুল হক (৬৫), নবী হোসেন (৩০), মিলুয়ারা বেগম (৫৫), রিপা খাতুন (৩০), রেজিয়া খাতুন (৫৩), পারুল আক্তার (৫০), বেগম (৩০), বুবলি আক্তার (৭)।

ওসি ইমারত হোসেন জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিলেন স্বজনরা। পথে ফুলপুর ছনধরা ইউনিয়নের বাঁশাটি গ্রামে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় তাদের বহনকারী মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একই পরিবারেরই তিন সদস্য রয়েছেন। তারা হলেন- শাহজাহানের মা (মিলুয়ারা বেগম), স্ত্রী (বেগম), ও মেয়ে (বুলবুলি)।

দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ছয়জনকে।

জীবিতরা হলেন- শাহজাহান (৪০), শারফুল (৩৬), মিজান (২৮), হাবিব (৫৫), রাজু (২৭), রতন (৫৫)।

জানা গেছে, শাহজাহান ও শারফুলের খালাতো ভাই হাসেম এর জানাজায় যাচ্ছিলেন সবাই।

নিহতদের বাড়ি ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলায়। তারা সবাই আত্মীয়-স্বজন বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া