adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ওপেনে খেলবেন, নিশ্চিত করলেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক : কোভিড মহামারি আতঙ্কে টেনিস তারকা রাফায়েল নাদাল, স্ট্যান ওয়ারিঙ্কা, অ্যাশলে বার্টি নাম প্রত্যাহার করে নিয়েছেন একে একে। ফলে ক্রমেই জৌলুষহীন হয়ে পড়ছিল ২০২০ ইউএস ওপেন। এরই মধ্যে টেনিসপ্রেমীদের কিছুটা স্বস্তি দিলেন পুরুষদের পয়লা নম্বর নোভাক জকোভিচের ঘোষণা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা অংশ না নিলেও ৩১ অগস্ট থেকে শুরু হতে চলা যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিচ্ছেন ‘জোকার’। বৃহস্পতিবার সার্বিয়ান তারকা নিজেই জানালেন সে কথা।

শুধু ইউএস ওপেনই নয়, জকোভিচ অংশ নিচ্ছেন ২২-২৮ অগস্ট ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনেও। ফেডেরার, নাদাল, ওয়ারিঙ্কার মতো তারকা না থাকায় ফ্লাশিং মেডো জিততে খুব একটা বেগ পাওয়ার কথা নয় বিশ্বের পয়লা নম্বরের। তাই ট্রফি ক্যাবিনেটে আরও একটি গ্র্যান্ড স্ল্যাম যোগ করার পাশাপাশি আদ্রিয়া ট্যুর ঘিরে তাকে নিয়ে সমালোচনার সব জবাব দিতে ফ্লাশিং মেডোয় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন সার্বিয়ান তারকা। জকোভিস জানিয়েছেন, আমি ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন এবং ইউএস ওপেনে অংশগ্রহণ করছি এবং এমন একটি সিদ্ধান্ত নিয়ে আমি খুশি।

জকোভিচ আরও বলেন, বিভিন্ন বাধা-বিঘœ, চ্যালেঞ্জ পেরিয়ে এমন একটি সিদ্ধান্তে পৌঁছনোর বিষয়টি খুব একটা সহজ ছিল না। কিন্তু পুনরায় প্রতিযোগীতায় অংশগ্রহণের বিষয়টি আমায় উৎসাহী করে তুলেছিল। এর আগে বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে অনেক স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছেন জকোভিচ। কিন্তু এবারে পরিস্থিতি একেবারে ভিন্ন। তবে তিনি সমস্ত নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে ভীষণ সজাগ এবং সচেতন বলেই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। জোকোভিচ বলেছেন, আমি কঠোর পরিশ্রম করেছি আমার শরীরকে যথাযথ শেপে রাখতে। তাই আমার মনে হয় নতুন পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারবো। -আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া