adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উমর আকমলের শাস্তি বাড়াতে আপিল করবে পিসিবি

স্পোর্টস ডেস্ক : উমর আকমলের নিষেধাজ্ঞা কমানোর বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে তারা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা যথাযথ কর্তৃপক্ষকে না জানানোয় তাকে তিন বছর নিষিদ্ধ হন এই পাকিস্তানি ব্যাটসম্যান। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেন আকমল।

স্বাধীন বিচারকের দায়িত্বে এ বিরোধ নিষ্পত্তির ভার চেপেছিল দেশটির সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ফকির মোহাম্মদ খোখারের ওপর। লাহোরে এক শুনানির পর উমরের শাস্তি ১৮ কমানো হয়। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করছে পিসিবি। তারা জানিয়েছে, উমরের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের এমন অপরাধ বোর্ডের জন্য সম্মানজনক নয়। নিয়ম লঙ্ঘনকারী কারো জন্য পিসিবির সহানুভূতি নেই।- ক্রিকফ্রেঞ্জি

পিসিবি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, উমরের মতো একজন ক্রিকেটার দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছে এটা পিসিবির জন্য সম্মানজনক নয়। কিন্তু একটি বিশ্বাসযোগ্য ও সম্মানজনক প্রতিষ্ঠান হিসাবে আমাদের সকল অংশীদারদের একটি স্পষ্ট বার্তা পাঠানো দরকার যে কোনো নিয়মভঙ্গকারীর জন্য আমাদের কোনো সহানুভূতি থাকবে না।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করে গত ২০ ফেব্রুয়ারি নিষিদ্ধ হন উমর। তিনি গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন। – ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া