adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় যাওয়ার ১৫ দিন আগে ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করাবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : দেশের করোনা পরিস্থিতি সরকারি হিসেবে কিছুটা উন্নতির দিকে। যদিও বাস্তব প্রেক্ষাপটে এখনও কমেনি করোনার সংক্রমণ। এরই ভেতর মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। শুরু করেছেন একক অনুশীলন। আবার সামনে শ্রীলংকা সফর। সবকিছু ঠিক থাকলে আগামী দুই মাসের ভেতর লঙ্কা সফরে যাচ্ছে টিম বাংলাদেশ।

লঙ্কা সফরের ১৫ দিন আগে ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করাবে বিসিবি। সম্প্রতি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

নিজামউদ্দিন বলেন, শ্রীলঙ্কা সফরের দিন চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা (কোভিড-১৯) শুরু হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিবি করোনা পরীক্ষার উদ্যোগ নিতে পারে। বিসিবি কেবল ক্রিকেটার এবং কোচ নয়, ক্রিকেটারের কাছাকাছি আসতে পারে এমন সবাইকে করোনা পরীক্ষা করানো হবে।

এ প্রসঙ্গে আকরাম খান বলেন, করোনভাইরাস পরীক্ষা অবশ্যই করা হবে। আমাদের এটা করতেই হবে। আমরা সফরে যাওয়ার ১৫ দিন আগে করোনা পরীক্ষা করাব। যাতে কারও করোনা শণাক্ত হলেও আইসলেশনের মাধ্যমে সেরে উঠতে পারেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া