adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে অ্যাতলেতিকোর দুজনের কোভিড পজেটিভ

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নামার আগেই একটি অস্বস্তির খবর পেল স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। নিয়মিত পরীক্ষায় তাদের দলের দুজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তারা খেলোয়াড় নাকি সাপোর্ট স্টাফ, তা অবশ্য প্রকাশ করা হয়নি। চার দিন পরই পর্তুগালে লাইপজিগের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দিয়েগো সিমিওনের দল।

এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, লিসবন যাওয়ার আগে উয়েফার প্রটোকল অনুযায়ী শনিবার ক্লাবের সব সদস্যের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল রোববার পাওয়া গেছে। তাতে দুজনের পজিটিভ এসেছে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে সঙ্গ নিরোধে আছেন।

এই তথ্য উয়েফা, স্প্যানিশ ও পর্তুগিজ ফুটবল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে বলে জানায় অ্যাতলেতিকো। দলের খেলোয়াড় ও স্টাফদের আরও একবার পরীক্ষা করানো হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, এই ঘটনার পর শেষ মুহূর্তে দলটির পর্তুগালে যাওয়ার ভ্রমণ সূচি ও আবাসন পরিকল্পনা বদল হতে পারে, উয়েফার সঙ্গে নতুন সময়সূচী সমন্বয় করবে ক্লাব। নতুন পরিকল্পনা ঠিক হওয়ার পর পরই তা প্রকাশ করা হবে। আক্রান্ত দুজনের পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রেও শ্রদ্ধা রাখতে অনুরোধ করেছে স্প্যানিশ ক্লাবটি। সোমবারই কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে পর্তুগালের লিসবনে যাওয়ার কথা ছিল ক্লাবটির। – ডেইলি স্টার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া