adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক অধিনায়ককে মাঠে জুতা ও পানি টানতে দেখে কোচের উপর খেপেছেন শোয়েব

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে জায়গা হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের। ম্যাচের দ্বিতীয় দিনে সরফরাজকে দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে পানি ও সতীর্থ খেলোয়াড়ের জন্য জুতা বয়ে নিয়ে যেতে দেখা যায়। ইনিংসের ৭১তম ওভারে সরফরাজকে দিয়ে শান মাসুদের জুতা বহনের ছবি মোটেও পছন্দ হয়নি দেশটির সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের।

পাকিস্তান টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না শোয়েব। তার মতে, এটা সরফরাজের জন্য অত্যন্ত অপমানজনক বিষয়। শোয়েব বলেন, ছবিটা আমার একেবারেই পছন্দ হয়নি। এমন একজন প্লেয়ারের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত নয়, যে কিনা চার বছর দেশকে নেতৃত্ব দিয়েছে এবং দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তোমরা তাকে দিয়ে জুতো বওয়াচ্ছ! যদি ও নিজে থেকেও এটা করে থাকে, তবে সরফরাজকে আটকানো উচিত ছিল। ওয়াসিম আকরাম কখনই আমার জন্য জুতো নিয়ে আসেনি। এ ক্ষেত্রে সরফরাজের নরম স্বভাবেরও দায় দেখছেন শোয়েব।

এদিকে সরফরাজের মাঠে জুতো বয়ে নিয়ে যাওয়ার ঘটনায় নেটিজেনদেরও দ্বিধাবিভক্ত দেখাচ্ছে। একদলের মত, ক্রিকেটে এটা স্বাভাবিক ঘটনা। অতীতে ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনিদেরও মাঠে জল বইতে দেখা গেছে।

আবার অন্য দলকে সমর্থন করতে দেখা যাচ্ছে শোয়েব-লতিফদের মতকে। সরফরাজের সঙ্গে এটা অত্যন্ত অপমানজনক ব্যবহার বলেই মনে করছেন তারা। – ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া