adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে শুরু হচ্ছে বলিউডের শুটিং

বিনােদন ডেস্ক : করোনা ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। এ প্রেক্ষিতে বলিউডে সিনেমার শুটিং থমকে ছিল অনেক দিন। এখন আন্তর্জাতিক যোগাযোগ চালু ব্যবস্থা হতেই বড় তারকারা দেশের বাইরে গিয়ে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এর প্রথম ধাপে ভারত ত্যাগ করলেন অক্ষয় কুমার।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, এ নায়কের ‘বেল বটম’-এর শুটিং হবে ভারতের বাইরে। সেই কথা অনুযায়ী লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছে পুরো ইউনিট।

বৃহস্পতিবার মুম্বাই বিমানবন্দরে অক্ষয়, হুমা কোরেশি, লারা দত্ত, ছবির প্রযোজক বাসু ভাগনানি ফ্রেমবন্দী হন পাপারাজ্জির লেন্সে। এটিই প্রথম হিন্দি ছবি করোনা-পরবর্তী সময়ে যার শুট হচ্ছে বিদেশে। এই ছবিকে দৃষ্টান্ত মেনে আরও অনেক প্রযোজনা সংস্থা তাদের বিদেশের শিডিউল প্ল্যান করছে।

সেই তালিকায় রয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। লাদাখের শুটিং আগেই বাতিল হয়ে গিয়েছিল। ওই অংশটি কারগিলে শুট হওয়ার কথা। পাশাপাশি তুরস্ক ও জর্জিয়ায় একটি অংশের শুট হওয়ার কথা।

অন্য দিকে দীপিকা পাড়ুকোন অভিনীত শকুন বাত্রার ছবির জন্য লোকেশন হিসেবে শ্রীলঙ্কা ভাবা হচ্ছে। এই মাসেই শ্রীলঙ্কার বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। সে দেশের সঙ্গে নভেম্বরের মধ্যে বিমান চলাচল শুরু হবে বলে আশাবাদী পরিচালক।

ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস প্লিজ!’-এর সিজন থ্রি’র শুটিং ইতালিতে হওয়ার কথা। পরিচালক তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় সেখানকার পরিস্থিতির ওপরে কড়া নজর রাখছেন। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া