adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে শীঘ্রই আবেদন, বললেন আইনজীবী খােকন

নিজস্ব প্রতিবেদক : দলীয়প্রধান বেগম খালেদা জিয়ার বিশেষ শর্তে মুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব এম মাহাবুব উদ্দিন খোকন।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খোকন বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে ম্যাডামের যথাযথ চিকিৎসা হচ্ছে না। তাই ওনার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দ্রুত সরকারের কাছে আবেদন করা হবে।’

কবে নাগাদ আবেদন করা হতে পারে— জানতে চাইলে খোকন বলেন, ‘না, আবেদন করার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন করা হচ্ছে কি-না, এমন প্রশ্নে খোকন বলেন, ‘ওনার চিকিৎসা তো বাংলাদেশেই হবে। যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয় তখন আশা করি সরকার বিবেচনা করবে।’

বিদেশে চিকিৎসা হলে কোন দেশে চিকিৎসা নেবেন চেয়ারপারসন? জবাবে এই আইনজীবী বলেন, ‘উনি তো বাংলাদেশেই চিকিৎসা নিচ্ছেন, বলছি যদি প্রয়োজন হয় তাহলে সরকার আশা করি বিবেচনা করবেন।’

প্রসঙ্গত, গত ২৫ মার্চ বিশেষ শর্তে মুক্তি পান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া