adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের পঞ্জাবে বিষাক্ত মদ পানে ২১ জন মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে অ্যালকোহল মেশানো স্যানিটাইজার পান করে ৯ জনের মৃত্যুর পর এবার পঞ্জাবে বিষাক্ত মদ পানে ২১ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

বুধবার রাতে প্রাথমিক ভাবে অমৃতসরে পাঁচজনের মৃত্যুর খবর এসেছিল।কিন্তু এর পর গুরুদাসপুর এবং তরণ তারণ জেলা থেকেও বিষাক্ত মদ পান করে মৃত্যুর খবর আসতে শুরু করে।

শুক্রবার পর্যন্ত পঞ্জাবের তিনটি জেলায় বিষাক্ত মদে মৃতের সংখ্যা ২১ ছুঁয়ে ফেলেছে।হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা এখনও গুরুতর। এই পরিস্থিতিতে শুক্রবার এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ।খবর আনন্দবাজার পত্রিবার।

অমরেন্দ্র সিংহ শুক্রবার এক টুইটবার্তায় বলেন, বিষাক্ত মদে মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। জালন্ধর ডিভিশনের কমিশনার এ তদন্ত পরিচালনা করবেন।

সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ সুপার এবং অন্য প্রশাসনিক কর্মকর্তরা তাকে সহায়তা করবেন।দোষীদের কোনও অবস্থাতেই রেহাই মিলবে না বলেও জানান তিনি।

পুলিশ জানায়, লকডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় ঘরে বানানো চোলাই মদ খেয়েই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া