adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ড সফরে পাকিস্তান, বিনিময়ে ২২ সালে ইংলিশ দলকে চায় পিসিবি

স্পোর্টস ডেস্ক : গত মাসের ২৮ তারিখে ৩৫ সদস্যের পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছেছে টেস্ট সিরিজ খেলার জন্য। স্কোয়াডের ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরও এই সফর স্থগিত করেনি তারা।

সব কিছু ঠিক থাকলে আগামী ৫ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডের কাছে অন্যরকম এক আবদার করল পাকিস্তান।

সেটি হলো, পাকিস্তান যেভাবে এমন করোনা পরিস্থিতিতেও ইংল্যান্ড সফরে এসেছে, স্কোয়াডের ১০ সদস্য মহামারীতে আক্রান্ত হলেও পিছপা হয়নি। ঠিক তেমনি শত প্রতিকূল পরিস্থিতিতেও ২০২২ সালে ইংল্যান্ড দল যেন পাকিস্তানে আসে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে পিসিবি বলেছে আমরা আশা করি ইসিবিও ২০২২ সালে সঠিক কাজটি করবে।

এক অডিওবার্তায় পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বৃহস্পতিবার জানান, ২০২২ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরের বিষয়টা এখনও পর্যন্ত ভালো ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ওই সিরিজের ফলে পাকিস্তানের অবশ্যই উপকার হবে। কিন্তু এই মুহূর্তেই এ নিয়ে ইংল্যান্ডের ওপর আমরা কোনো শর্ত আরোপ করতে চাই না । তবে আমরা আশাবাদী ইসিবি সঠিক সিদ্ধান্ত নেবে। সেই সফর সফল করবে।

প্রসঙ্গত, ২০০৫ সালের আর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে ২০২২ সালে পাকিস্তানে সফরের কথা রয়েছে ইংল্যান্ডের। ইংল্যান্ড রাজি থাকলে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবে ইংলিশরা। – দ্য ডন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া