adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের শুরুতে থাকছে না অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : যখনই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলো, তখনই দরজা খুলে গেলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এরই মধ্যে আইপিএল শুরুর তারিখও প্রকাশ হয়েছে। তবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট আসরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়দের না পাওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি আইপিএলে অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও।

করোনার কারণে এবার সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আসর।

ভারতীয় বোর্ডের পক্ষে আইপিএল সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনো জারি করা হয়নি। তবে করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিসিসিআই যে কড়া পদক্ষেপ নেবে এতে কোনো সন্দেহ নেই। তা ছাড়া করোনা নিয়ে আরব আমিরাতেও নির্দিষ্ট সরকারি প্রোটোকল রয়েছে।

আর সেই প্রোটোকল মেনে খেলা হলে টুর্নামেন্ট শুরু করতে হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের ছাড়াই। অন্তত টুর্নামেন্টের প্রথম সপ্তাহে অজি ও ইংলিশ ক্রিকেটারদের দলে পাওয়া মুশকিল ফ্র্যাঞ্চাইজিদের। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ক্রিকটারদের জন্য বিসিসিআই বিশেষ ব্যবস্থা না করলে তাদের আইপিএলে যোগ দেওয়া সম্ভব নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফরের প্রস্তুতির নির্দেশ দেয় অজি ক্রিকেটারদের। তিন ম্যাচের প্রস্তাবিত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলা হবে ১৬ সেপ্টেম্বর। অর্থাৎ, তার ঠিক তিন দিনের মাথায় শুরু হয়ে যাবে আইপিএল।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তৃতীয় ওয়ানডে খেলে সেদিনই লন্ডন থেকে দুবাইয়ে পৌঁছে যেতে পারেন। তবে দুবাইয়ে পৌঁছে দেশটির প্রোটোকল অনুযায়ী করোনা টেস্ট করাতে হবে তাদের। রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত ক্রিকেটারদের কোয়ারেন্টাইন থেকে বেরোনো সম্ভব নয়। সেই প্রক্রিয়াতেই ৪৮ থেকে ৭২ ঘণ্টা কেটে যাবে।

তার উপর আন্তর্জাতিক বিমান চলাচলেও ক্রিকেটারদের বিসিসিআইয়ের নির্দেশিকা মানতে হবে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যেতে পারে। তাই দুই দেশের তারকাদের ছাড়াই শুরু হতে পারে আইপিএল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া