adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে কােভিড ১৯ এ মৃত্যু সাড়ে ৬ লাখ ছাড়ালাে

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কােভিড-১৯) বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে এক কোটি ৬৪ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল নাগাদ সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৪ লাখ ২১ হাজার ছাড়িয়ে গেছে।

করোনায় এখন পর্যন্ত মারা গেছে ছয় লাখ ৫২ হাজার ২৭৬ জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৫১ হাজারের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ৪৩ লাখ ৭২ হাজার রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় দেড় লাখ মার্কিনি।

আক্রান্তে এবং মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে ২৪ লাখ ২০ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৮৭ হাজারের বেশি।

আক্রান্তে তৃতীয় স্থানে আছে ভারত। দেশটিতে ১৪ লাখ ৩৭ হাজারের মতো শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৩৩ হাজার মানুষ। মৃতের হিসাবে অবশ্য ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

যুক্তরাজ্য ৪৫ হাজার ৭৫২ মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যদিও দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ। আর ৪৩ হাজার ৬৮০ জনের মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো; দেশটিতে আক্রান্ত প্রায় চার লাখ। এছাড়া ৩৫ হাজারের মতো মৃত্যু নিয়ে পঞ্চম স্থানে থাকা ইতালিতে আক্রান্ত আড়াই লাখের কম।

এদিকে সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে শনিবার সকাল নাগাদ করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯২৮ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া