adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রবি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সংগীতশিল্পী রবি চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

খবরটি নিজেই নিশ্চিত করেন এক সময়ের জনপ্রিয় গায়ক।

ফেসবুকে রবি চৌধুরী লেখেন, “করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারো ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে।”

জানা যায়, কিছুদিন ধরে মৃদু শারীরিক উপসর্গ ছিল রবির। অসুস্থতা বাড়লে করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এতে ফল পজিটিভ আসে।

রবি চৌধুরীর দেয়া ওই পোস্টে চিত্রনায়িকা রোজিনা লিখেছেন, “তোমার জন্য অনেক অনেক দোয়া। মহান আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন।”

এ ছাড়া মন্তব্য করেন আঁখি আলমগীর, লোপা, আতিক হাসান, রুবাইয়াৎ জাহান, আনজাম মাসুদসহ অনেকে। সবাই এই সংগীতশিল্পীর সুস্বাস্থ্য কামনা করেন।

নব্বই দশকে সংগীতজগতে জনপ্রিয়তা পান রবি চৌধুরী। ওই সময় একের পর এক হিট অ্যালবাম উপহার দেন। সম্প্রতি নিজের কথা ও সুরে প্রকাশ করেছেন ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের গান।

এ দিকে কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়েছে অভিনেত্রী সাদিকা পারভীন পপি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া