adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিন করােনা আক্রান্ত ৭০ হাজার ছাড়ালাে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে দৈনিক করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা গত দুই দিনে ষাট হাজারের কোটা থেকে আরও একধাপ ওপরে উঠেছে। টানা দ্বিতীয়দিন ৭০ হাজারের বেশি মানুষের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ৭৩ হাজার ৭৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৭৬ হাজারের বেশি। এই নিয়ে টানা এগারো দিন ৬০ হাজারের বেশি আক্রান্ত দেখল দেশটি। যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে।

চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৭ জন মানুষের। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৩২৪ জন। আক্রান্ত-মৃত্যুর বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, দেশটিতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা আরও বেশি। শনাক্ত ৪২ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে, আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ লাখ ৮৪ হাজার মানুষ। ‘অ্যাকটিভ’ করোনারোগী ২০ লাখ ৭১ হাজার।

আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত ২৩ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ৮৫ হাজারের বেশি।

ভারত আক্রান্তের বৈশ্বিক তালিকায় তৃতীয়স্থানে আছে, ১৩ লাখ ৩৭ হাজার; মৃত্যুর তালিকায় ষষ্ঠস্থানে আছে দেশটি ৩১ হাজারের বেশি।

এদিকে, বিশ্বজুড়ে করোনারোগী বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখ ছুঁই ছুঁই, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪২ হাজার। সুস্থ হয়েছেন ৯৭ লাখ মানুষ। বর্তমানে অ্যাকটিভ রোগী রয়েছে ৫৫ লাখ ৭৩ হাজার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া