adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় জীবন দিলাে ৬০ পুলিশ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় দেশের চিকিৎসকদের পাশাপাশি সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন পুলিশ সদস্যরা। করোনার ছোবল থেকে মানুষকে বাঁচাতে গিয়ে গত তিন মাসে জীবন দিয়েছেন ৬০ জন পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তরের তথ্য মতে, চলতি বছরের মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এপ্রিলে প্রথম মারা যান পুলিশের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য জসিম উদ্দিন। এ পর্যন্ত তিন মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের ৬০ জন সদস্য।

এ বছর করোনা সংক্রমণ শুরুর পর চিকিৎসকদের পাশাপাশি সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ান। চিকিৎসায় সহায়তা ছাড়াও লাশ দাফন ও সৎকারে পুলিশ সামনে থেকে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা বলেন, দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যদের মৃত্যু পীড়াদায়ক। দেশে করোনা সংক্রমণ থেকে মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। আর মানুষের সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন, জীবন দিচ্ছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া