adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার লাখ আক্রান্ত ছাড়িয়ে যাওয়ার পর দ. আফ্রিকায় স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা প্রথম শনাক্তের পরপরই স্কুল বন্ধ করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সংক্রমণ কমতে থাকায় জুনে আবার ক্লাসরুমে ফিরেছিল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার আক্রান্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আবার দেশের স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত নিলেন।

দক্ষিণ আফ্রিকায় যখন দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে, তখন স্কুল যেন ভাইরাসের কেন্দ্র না হয়ে ওঠে সেই চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন রামাফোসা। টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জানান, ২৭ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত চার সপ্তাহ স্কুল বন্ধ থাকবে।

তবে গ্রেড ১২ ও গ্রেড ৭ এর শিক্ষার্থীদের জন্য বিরতি থাকবে এক সপ্তাহ ও দুই সপ্তাহের।

মহামারির মধ্যে স্কুল খোলা রাখা উচিত কিনা এই বিষয়ে সরকার, স্কুল, অভিভাবক ও নাগরিক সমাজের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর কাজটা কঠিন ছিল স্বীকার করলেনক রামাফোসা।

গত মার্চের শুরুতে মহামারির কারণে স্কুল বন্ধ করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রায় আড়াই মাস পর জুনে তা খুলে দেয় সরকার।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ৪ লাখ আট হাজার ৫২ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন ছয় হাজারের বেশি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া