adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাউন্ডেশনের জন্য ইয়াসির সিদ্দিক আসিফের ডিজাইন নির্বাচিত করলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম অনেক দিন আগে নিজের ফাউন্ডেশনের জন্য লাগো আহ্বান করেছিলেন। তার আহবানের পর ১৭০০টিরও বেশি লোগো জমা পড়ে। তার মধ্যে সেরা পাঁচজন ডিজাইনারকে নির্বাচিত করেছেন মুশফিক নিজেই। এক ফেসবুক বার্তায় নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে দেড় শতক পূর্তির সময় ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। প্রায় দু’হাজার জমাকৃত ডিজাইনের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন ইয়াসির সিদ্দিক আসিফ, আসিফ মাহমুদ খান, রবিউল আলম, সাইফুল ইসলাম শামিম ও সুবর্ণ সাজ্জাদ সুইট। তাদের মধ্যে ফাউন্ডেশনের জন্য ইয়াসির সিদ্দিক আসিফের ডিজাইনটি নির্বাচিত হয়েছে।
সেরা পাঁচ ডিজাইনার মুশফিকের সঙ্গে পাঁচ তারকা হোটেলে ডিনারের সুযোগ পাবেন। তাছাড়া যার লোগো চ’ড়ান্ত হয়েছে, তিনি পাবেন মুশফিকের স্বাক্ষরিত জার্সি।

ফেসবুক বার্তায় মুশফিক বলেন, আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ।

বিজয়ীকে অভিনন্দন জানিযে মুশফিক বলেন, যার লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তার নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন। ইনশাআল্লাহ যে পাঁচ জন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাদের সবার সাথে আমি শিগগিরই যোগাযোগ করবো। কবে, কিভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায় তা জানানোর জন্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া