adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজ উদ্যোগে অনুশীলনে থাকা ক্রিকেটাররা করোনা আক্রান্ত হলে দায় নেবে না বিসিবি

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। করোনাকালে নিজেদের ফিট রাখতে যথেষ্ট পরিশ্রম করছেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। নিজ বাসায় ব্যায়ামের সরঞ্জাম বসিয়ে অনুশীলন কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। এদিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বাড্ডার একটি মাঠেও অনুশীলন করেছেন এরই মধ্যে। তাই করোনা আক্রান্তের ঝুঁকিটাও তার বেশি।

এই প্রসঙ্গে আকরাম খান বলেছেন, এটা মুশফিকের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা সতর্কতা জারি করেছি। ক্রিকেটারদের নিজ বাসায় ফিটনেস অনুশীলন চালিয়ে যেতে বলেছি। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করলে দায়-দায়িত্বটা খেলোয়াড়দের নিজের। এতে আক্রান্ত হলে বিসিবি দায়িত্ব নেবে না।

মাঠে ফেরার জন্য বর্তমানে বেশ হাপিত্যেশ করে আছেন বেশিরভাগ ক্রিকেটাররা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে খেলা ফেরানোর পক্ষে নয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সেকারণে খেলোয়াড়দের আরো ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন আকরাম খান।

পরিস্থিতি অনুকুলে আসলে বোর্ডের পক্ষ থেকেই ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আকরামের ভাষ্য, খেলোয়াড়দের ধৈর্য ধরতে হবে। পরিস্থিতি ভালো হলে বিসিবি-ই অনুশীলনের ব্যবস্থা করবে। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া