adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা : মেঘবতী

ফারুকী গালিব

মেঘবতী তার নাম সে মেঘবতী,
যার কালো মেঘের মত এলো চুলের আড়ালে হাসে
সূর্যের জ্যোতি।
মেঘবতী তার নাম সে মেঘবতী।
মাতাল হাওয়ায় উড়ে তার শাড়ীর আঁচল,
পায়ের নূপুরে নূপুরে বাজে বরষার মাদল।
কালো মেঘের চেয়েও কালো তার
চোখের কাজল,
টুপটাপ ঝরে তার বিষন্ন মেঘের বর্ষা বাদল।
বৃষ্টি সে তো বৃষ্টি নয়,
তোমার ওই মায়াবী চোখের জল।
টলমল করে টলমল ;
মেঘবতী তার নাম সে মেঘবতী,
যার কালো মেঘের মত এলো চুলের আড়ালে হাসে
সূর্যের জ্যোতি।
কপালের টিপ তার লাল সিঁদুরে মেঘ,
লাল ঠোঁটের অণুরনে আসে ধেয়ে কাল বৈশাখী।
পাগল ঝড়ে কাপে তার তরুলতা – ছায়াবিথী,
মেঘবতী তার নাম, সে মেঘবতী,
যার কালো মুখের আড়ালে হাসে সূর্যের জ্যোতি।
হ্যা। মেঘবতী তার নাম সে মেঘবতী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া