adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কবিতা : মানুষ

ফারুকী গালিব

বহুদিন ধরে মানুষ দেখিনা,
কংকালের উপর রঙীন পোশাকের আবরন দেখি।
হরেক রঙের সঙ দেখি, ভাড় দেখি ;
কিন্তু মানুষের মত মানুষ দেখিনা।
শেষ কবে মানুষ দেখেছিলাম
পূর্বজন্মে না এজন্মে তা মনে নেই।
আমি মানুষের মত মানুষ খুজি
কিন্তু কোথাও মানুষ নেই।
বহুদিন হল মানুষ দেখিনা,
ফানুসের মত তারা উড়ে গেছে ;
হয়ে গেছে আকাশের অগুনতি তারা,
দুনিয়ায় এখন সবই আছে
শুধু মানুষের মত মানুষ ছাড়া।
হাত – পা, চোখ – কান, নাক – মুখ
থাকলেই তো হয়না মানুষ!
ওসব তো পশুরও আছে
তবে পশুর মানুষ হতে কি দোষ?
মনুষ্যত্ব, জ্ঞান, বিবেক আর হুশ
থাকলেই না তবে তুমি মানুষ।
নইলে পশুর কি দোষ হতে মানুষ?
বহুদিন ধরে দেখিনা মানুষ,
তারা মনুষ্যত্বহীন পৃথিবী থেকে চলে গেছে,
উড়ে গেছে রঙীন ফানুষ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া