adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রভাব, আফগানিস্তান ক্রিকেট বোর্ড কোচিং স্টাফদের ৫০ ভাগ বেতন কাটলো

স্পোর্টস ডেস্ক : করোনার প্রভাবে ক্রিকেট বন্ধ থাকায় বড় বড় ক্রিকেট বোর্ডগুলোর পাশাপাশি আর্থিক ক্ষতি চোখ রাঙাচ্ছে অপেক্ষাকৃত ছোট বোর্ডগুলোকেও। কিছুদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের বেশ কিছু কর্মকর্তা কর্মচারীকে বেতন কর্তনের পাশাপাশি ছাটাই করতে বাধ্য হয়েছে আর্থিক ক্ষতি পোষাতে। এবার একই খাতায় নাম উঠালো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

তবে কাউকে চাকুরিচ্যুত করতে যাচ্ছে না তারা। ছাটাই না করে বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে এসিবি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিদেশী কোচিং কর্মকর্তাদের বেতন জুন মাসে কোভিড-১৯ মহামারীর কারণে ৫০ শতাংশ হ্রাস করেছে। এর আগে ঘোষণা দেয়া হয়েছিল যে মে মাসের জন্য কোচিং কর্মীদের বেতন ২৫ শতাংশ কমিয়ে আনবে তারা।

রোববার ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন এসিবির মিডিয়া ম্যানেজার আবদুল্লাহ খান পাকথানী।

পাকথানী বলেন, এসিবি মে মাসের জন্য বিদেশি কোচের ২৫ শতাংশ বেতন কমিয়েছে কিন্তু জুন মাসে কোভিড-১৯ মহামারীজনিত কারণে তাদের পঞ্চাশ শতাংশ বেতন হ্রাস পেয়েছে। জুন শেষ হয়েছে এবং কোভিড -১৯ এর পরিস্থিতি বিবেচনা করে পরে জুলাইয়ের বেতন নির্ধারণ করা হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ স্থগিত হলে জুনে ৫০ শতাংশ বেতন কমানোর পরিকল্পনাও ছিল বোর্ডের, যদিও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। করোনা পরিস্থিতি বিবেচনায় সেই সিরিজটি সম্ভব নয় বলেই বেতন কর্তনের পথে হাঁটলো এসিবি। -ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া