adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটসম্যানকে আউট করে বোলার ও ফিল্ডাররদের ‘পা’ দিয়েই আনন্দ উৎসব

স্পোর্টস ডেস্ক : করোনার লম্বা ছুটি কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে ক্রিকেট। আগামী জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে ২২ গজে ব্যাটে বলের লড়াই। সেই লক্ষ্যে গেল ৮ জুন ইংল্যান্ডে পৌঁছায় ক্যারিবীয়রা। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ইতোমধ্যেই আনুষ্ঠানিক অনুশীলনে নেমেছে দলটি। জেসন হোল্ডার একাদশ ও অন্যটি ক্রেইগ ব্র্যাথওয়েট একাদশে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে মানা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে বেঁধে দেয়া গাইডলাইন।

এরই ধারাবাহিকতায় অভিনব এক দৃশ্যের দেখা মিলল প্রস্তুতি ম্যাচে। করোনার আগে বোলার-ফিল্ডাররা দু’হাত উপরে তুলে একত্রে মিলিত করে আনন্দ উদযাপন করতো। করোনার কারণে আইসিসির বেঁধে দেয়া গাইডলাইন মানতে গিয়ে পরিবর্তন আনতে হলো উদযাপনেও। ব্যাটসম্যানকে আউট করলে বোলার ও ফিল্ডাররা ‘পা’ দিয়েই করছেন আনন্দ উৎসব। দূর থেকেই দু’জনের দু’টি পা’র গোড়ালিতে মিলাচ্ছেন করছেন তারা।

সম্প্রতি এমনই এক উদযাপনের দৃশ্য নিজেদের ফেসবুক পেইজে আপলোড করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ক্যাপশন দিয়েছে, যখন আপনি হাত মেলাতে পারছেন না তখন আপনার পায়ের অনুশীলন করুন।

দ্বিতীয় দিন শেষে ব্র্যাথওয়েট একাদশ ৭ উইকেট হাতে নিয়ে ১৮১ রানে এগিয়ে। এর আগে ব্যাট করতে নেমে ২৭৫ রান তোলে ব্র্যাথওয়েট একাদশ। জবাবে ১৯৩ রানে অলআউট হয় হোল্ডার একাদশ। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৯৯ রান করে ব্র্যাথওয়েট একাদশ। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া