adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলে ভি এ আর ব্যবহার সঠিক হচ্ছে না, বললেন বার্সা কোচ কিকে

স্পোর্টস ডেস্ক, : জেরার্দ পিকের পর রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মিকেল মেরিনোও রিয়াল মাদ্রিদ ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ, বিতর্কিত সিদ্ধান্তের বেশিরভাগই মাদ্রিদের দলটির পক্ষে যায়। বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন অবশ্য সরাসরি ওই বিষয়ে মন্তব্য করেননি। তবে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবহার সঠিকভাবে হচ্ছে না বলে মনে করেন তিনি। – মার্কা

ভিএআর আসার পর থেকে প্রযুক্তিটির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। স্পেনের শীর্ষ লিগে রোববার রাতে সোসিয়েদাদের বিপক্ষে রিয়ালের ২-১ গোলে জেতা ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত বিতর্কটা আবার উসকে দিয়েছে। ম্যাচে ভিএআরের সাহায্যে নেওয়া রেফারির গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গেছে রিয়ালের পক্ষে।

দ্বিতীয়ার্ধের শুরুতে সের্হিও রামোসের সফল স্পট কিকে রিয়াল এগিয়ে যাওয়ার পর ৬৭তম মিনিটে দূরপাল্লার নিচু শটে জালে বল পাঠান সোসিয়েদাদের আদনান ইয়ানুজাই। কিন্তু ভিএআর দেখে মেরিনো ছোট ডি-বক্সের কাছে অফসাইডে থাকায় গোল দেননি রেফারি, যদিও বলে তার কোনো ছোঁয়া ছিল না।

৭০তম মিনিটে করিম বেনজেমার ব্যবধান দ্বিগুণ করা গোল আসে ভিএআর সিদ্ধান্তে। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নেওয়ার সময় বল তার কাঁধে না হাতে লেগেছে, ঠিক বোঝা যাচ্ছিল না। এই জন্য রেফারি নেন ভিএআরের সাহায্য। পরে বাজান গোলের বাঁশি।

এই জয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে রিয়াল। শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে মঙ্গলবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে রিয়ালের ম্যাচ ও ভিএআর নিয়ে ওঠা প্রশ্নের জবাবে নিজের অভিমত জানান কাতালান দলটির কোচ। গতকালের ম্যাচে কী ঘটেছে, তা সবাই দেখেছে। প্রত্যেকে তাদের নিজস্ব রায় দেবে।

ভিএআর এমন একটি প্রযুক্তি, যা আমাদের আরও নির্ভুল করতে পারে। তবে অবশ্যই এটিকে যথাযথ ব্যবহার করতে হবে…কিছু ঘটনা ভিএআরে দেখা হবে, কিছু হবে না-এরকম কেন, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এমনটা হলে ধারণা জন্মাতে পারে যে এটি ভালোভাবে ব্যবহার করা হচ্ছে না। গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া