adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেভিয়ায় হোঁচট বার্সেলোনার, হলো না মেসির ৭০০ গোল

স্পোর্টস ডেস্ক : ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০তম গোল থেকে মাত্র একটি গোল দূরে। সেভিয়ার মাঠেই তা পূর্ণ হবে বলে জোর ধারণা ছিল। কিন্তু আশানুরূপ জ্বলতে পারলেন না লিওনেল মেসি। গোল পেল না বার্সেলোনাও। করোনাভাইরাস পরবর্তী দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল কাতালান ক্লাবটি।

লা লিগায় শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে বার্সেলোনা। ম্যাচটিতে বরং যোগ করা সময়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন সেভিয়ার ডিফেন্ডার সের্জিও রগুইলন। কিন্তু তার দুর্বল শট অল্প চেষ্টাতেই রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগান।

হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফেরার পর প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশের হয়ে খেলেছেন। সঙ্গে মেসির পাশাপাশি ছিলেন ডেনিশ ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েট। বেঞ্চে রাখা হয় অতোঁয়ান গ্রিজমানকে। – দেশরূপান্তর

ম্যাচের প্রথমার্ধ জুড়েই ছিল বার্সেলোনার আধিপত্য। এই সময়ে দুবার ফ্রি-কিক নিয়েও জালের দেখা পাননি চলতি লা লিগায় সবচেয়ে বেশি গোলদাতা মেসি। অল্পের জন্য লক্ষ্য মিস হয় সেভিয়া থেকে আসা বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচের।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার খানিক আগে উদ্বেগ বাড়ে অতিথি শিবিরে। সুয়ারেসকে অহেতুক ফাউল করায় সেভিয়ার দিয়েগো কার্লোসকে ধাক্কা দিয়ে ফেলে দেন মেসি। এই ঘটনায় অবশ্য কোনো শাস্তি পাননি মেসি।

বিরতির পর ছন্দে ফেরে স্বাগতিক সেভিয়া। লুকাস ওকাম্পোস ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদি গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি।

বিরতির পর অসাধারণ একটি সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। তার জোরালো শটটি লাগে গোল বারে। এই ড্রয়ে লিগের গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৩০ ম্যাচে ৬৫। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। আর ৩০ ম্যাচ খেলে তৃতীয়স্থানে আছে সেভিয়া। গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া