ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হচ্ছেন
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ব্যাপক ছাটাই চলছে। ইতিমধ্যে দেশটির জাতীয় দলের ব্যাটিং কোচ গ্রায়েম হিকসহ ৪০ জনকে ছাঁটাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টসও পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ইংল্যান্ড বংশোদ্ভূত নিক হকলিকে অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দিয়েছে সিএ।
শিগগিরই নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ান চেয়ারম্যান আর্ল এডিংস।
এবার শোনা যাচ্ছে, প্রধান নির্বাহীর পদে নিয়োগ পেতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস! দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রভাবশালী বেশ কিছু ব্যক্তি বোর্ডের প্রধান নির্বাহীর পদে স্ট্রাউসকে নিতে আগ্রহী।
উল্লেখ্য, জাতীয় দল থেকে অবসরের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন স্ট্রাউস।
তার গড়ে দেয়া ক্রিকেট কাঠামোর ওপর ভর করেই ২০১৯ সালের বিশ্বকাপ জিতেছে ইংলিশরা।
জানা গেছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সঙ্গে বেশ পুরোনো সম্পর্ক রয়েছে স্ট্রাউসের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই ১৯৯৮-৯৯ মৌসুমে সিডনি বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন তিনি।- দ্য অস্ট্রেলিয়ান